শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৫ এপ্রিল ২০২৫ ১২ : ৫৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২২ বছরের অভিযুক্তকে পকসো মামলায় জামিন দিল বম্বে হাইকোর্ট। সোমবার ছিল ২০২০ সালের একটি নাবালিকা ধর্ষণ মামলার শুনানি। এই মামলা ওঠে বিচারপতি মিলিন্দ যাদবের বেঞ্চে। শুনানির সময় বিচারপতি জানিয়েছেন, অভিযোগকারী নিজের কৃতকর্মের পরিণতি সম্পর্কে প্রথম থেকেই জ্ঞাত ছিলেন।
২০২০ সালের ৮ অগাস্ট অভিযোগকারী নাবালিকা নিজের বাড়ি ছেড়ে চলে যান। তখন তার বয়স ছিল ১৫ বছর। সেই সময় মেয়ের হদিশ পাননি তার বাবা। ফলে সন্দেহ হওয়ায় তিনি মুম্বইয়ে মেয়ের প্রেমিকের ভাড়ার ফ্ল্যাটে যান। কিন্তু, সেখানে অভিযুক্তের দেখা পাননি তিনি। শেষপর্যন্ত কোনওরকমে ফোন নম্বর জোগাড় করে ছেলেটিকে ফোনও করেন মেয়েটির বাবা। সেই সময় অভিযুক্ত তাঁকে জানিয়ে দেন যে, ওই নাবালিকার সঙ্গে তাঁর আর যোগাযোগ নেই।
এরপর দিন দুয়েক কাটতেই নাবালিকা আবার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তার বাবাকে জানায় যে, সে আসলে ওই যুবকের সঙ্গেই তাদের গ্রামের বাড়িতে রয়েছেন। কিছু দিন পরই ফিরে আসবে।
এভাবেই কেটে যায় দশ মাস। ২০২১ সালের মে মাসে ফের নাবালিকা তার বাবার সঙ্গে যোগাযোগ করেন। অবশ্য তখন সে অন্তঃসত্ত্বা। সেই সময় যুবককে ফোন করে বিয়ে করতে বললে, যুবক তার প্রস্তাব ফিরিয়ে দেয় বলে অভিযোগ ওই নাবালিকার। সে নভি মুম্বই ফিরে আসার জন্য তার বাবাকে সাহায্য করার অনুরোধ করে। এরপর পুলিশকে সহঙ্গে নিয়ে বাবা উত্তর প্রদেশে যান, যেখান থেকে মেয়েটি এবং অন্য একজন মহিলা উভয়কেই নভি মুম্বই ফিরিয়ে আনা হয়।
নাবালিকা আদালতকে জানিয়েছেন, ২০১৯ সাল থেকে ওই যুবকের সঙ্গে তার পরিচয়। বাবা-মায়ের অসম্মতি সত্ত্বেও মেয়েটি প্রেমিকের সঙ্গে নিয়মিত দেখা করেছিল। ক্রমেই যা প্রণয়ে পরিণত হয়।
২০২০ সালের মার্চ মাসে ওই নাবালিকাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন যুবক। কিন্তু তিনি সেই সময় তাকে ফিরিয়ে দেন। এরপরেই লকডাউন পড়লে, সেই নিজের উত্তরপ্রদেশের বাড়িতে ফিরে যায়। মাস কতক পর আবার মুম্বইয়ে ফিরেও আসে। এরপর ওই নাবালিকাকে নিয়ে প্রথমে দিল্লি, পরে উত্তরপ্রদেশ চলে যান যুবক। তখনই সে গর্ভবতী হয়।
এরপর যুবকের বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের করে মেয়েটি। সোমবার ছিল সেই মামলারই শুনানি। যেখানে বিচারপতির পর্যবেক্ষণ, 'উভয়ের মধ্য়ে একটা প্রেমের সম্পর্ক ছিল। সেই কারণেই তার এবং ওই যুবক- উবয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়েছিল। সে স্বেচ্ছায় তার বাড়ি ছেড়ে যুবকটির সঙ্গে তাঁর গ্রামে চলে গিয়েছিল। সেই সম্পর্কের পরিণতিই এটা। এমনকি, অভিযোগকারী নিজের কৃতকর্মের ফলাফল সম্পর্কে পুরোপুরিভাবে জ্ঞাত ছিলেন।' আদালত আরও উল্লেখ করেছে যে, মেয়েটির পরিবার ফোন করে উত্তরপ্রদেশের একটি গ্রামে থাকার কথা জানানোর পরেও কোনও পদক্ষেপ নেয়নি।
নানান খবর

নানান খবর

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!

দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন

‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি

স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা

গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও